ফরিদপুরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজে এর অভিভাবক দিবস রোজ ১০ জুন বিকাল ৩ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব শেখ সাইফুল ইসলাম । আরো ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান, ফরিদপুর প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও পেশ ইমাম মোহাম্মদ লুৎফর রহমান।
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরিতে এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ এর সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অম্বিকাচরণ শহীদ মিনারে গিয়ে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।একুশের চেতনা প্রতিফলিত হোক আমাদের সকলের জীবনে।
এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজের সকল ছাত্রদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং কর্মীদের জানমাল নিরাপদ করার জন্য, আমরা সম্প্রতি একটি বিশেষ ইভেন্টের আয়োজন করি। যেখানে আমাদের ফরিদপুর ফায়ার সার্ভিস এর একটি টিম এসে সকল ছাত্রদের শিখিয়েছে কিভাবে আগুন থেকে নিজেকে ও বাসস্থান বা স্থাপনাকে নিরাপদ করতে হয়।
প্রকৃতপক্ষে, এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকল ছাত্র ছাত্রীদেরকে নির্ভীক সাহসের সাথে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত বিপদ মোকাবেলা করার প্রশিক্ষণ দেয়া হয়।