দৈনন্দিন কার্যাবলী –
* ভোর ৫ টা থেকে ৫টা ৩০ এর মধ্যে ঘুম থেকে উঠে একজন ক্যাডেটকে তার ধর্ম মতে স্রষ্টার এবাদত করতে হয় ।
* ভোর ৫টা ৩০ থেকে ৬টা ৩০ পর্যন্ত একজন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মাধ্যমে শরীর চর্চা করানো হয় এবং হালকা নাস্তা দেওয়া হয়।
* সকাল ৬টা ৩০ থেকে ৮ টা পর্যন্ত শিক্ষকের মাধ্যমে সকালে পড়ানো হয় ।
* সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত গোসল ও ইউনিফর্ম পরিধান করে সকালের খাবার গ্রহন এবং এ্যাসিম্বলের মাধ্যমে স্কুল কার্যক্রম শুরু ।
* সকাল ৯ টা থেকে ১১টা ৪০ ১ম অর্ধের ক্লাস শেষে ২০ মিনিট টিফিন (স্কুল থেকে টিফিন সরবরাহ করা হয়)।দুপুর ২ টায় ছুটি ।
* দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত গোসল, যোহরের নামাজ, আরবী পড়া এবং দুপুরের খাবার ও বিশ্রাম ।
* দুপুর ৩ টা থেকে বিকাল ৪ টা ৩০ পর্যন্ত গ্রুপ শিক্ষকের মাধ্যমে বৈকালীন পাঠ গ্রহন ।
* ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আসরের নামাজ আদায়,বৈকালীন খেলাধুলা এবং বৈকালীন নাস্তা।*মাগরীবের নামাজ শেষে সান্ধ্যাকালীন এ্যাসেম্বেল এবং অধ্যক্ষের ভাষন ।
* সন্ধ্যা ৬ টা ২০ থেকে রাত ৯ টা পর্যন্ত গ্রুপ শিক্ষকের মাধ্যমে রাত্রিকালীন পাঠ গ্রহণ ।
* রাত ৯ টা থেকে ১০ টা ৩০ পর্যন্ত এশার নামাজ, রাতের খাবার, টিভি দেখা, খেলাধুলা, পত্রিকা পড়া, ব্যাক্তিগত কাজ ও হোম ওয়ার্ক ।
* রাত ১০টা ৩০ মিনিটে লাইট বন্ধ এবং ঘুম ।
অর্থাৎ প্রতিদিন একজন ক্যাডেটকে ৭ বার খাবার প্রদান ও প্রতিদিন ১০ ঘন্টা শিক্ষকের উপস্থিতিতে পাঠ প্রদান এবং ২.৩০ ঘন্টা খেলাধুলা ও বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম দেওয়া হয়। বছরে আবাসিক ছাত্রদের ৫০ দিনের ছুটি দেওয়া হয় বাকি ৩১৫ দিন আবাসিক থাকতে হয়। এভাবেই একজন ক্যাডেটকে তার সময় ও কাজ সম্পর্কে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।
সাপ্তাহিক কার্যাবলী –
*প্রতি শুক্রবার ক্যাডেটদের দুই থেকে আড়াই ঘন্টা কমিউনিটি ওয়ার্ক করতে হয়।
*গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, অভিনয়, বক্তৃতা, মার্শাল আর্ট, সাপ্তাহিক পরীক্ষা, সাঁতার, লাইব্রেরী ওয়ার্ক, বাংলা ও ইংরেজি বিতর্ক শেখানো হয়।
*সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রজেক্টের মাধ্যমে খ্যাত সম্পন্ন চলচিত্র ও জ্ঞান বিজ্ঞানের ছবি প্রদর্শন করা হয়।
মাসিক কার্যাবলী –
*প্রতি মাসে একবার ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষা,চুল কাটা,মাসিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন, ছাত্র শিক্ষক সমাবেশ করা হয়।
*ক্যাডেটরা বিভিন্ন সরকার /বেসরকারি অনুষ্ঠানে অংশ গ্রহনসহ সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে।
বাৎসরিক কার্যাবলী –
*বছরে চারটি লিখিত পরীক্ষা এবং দুটি প্রত্যক্ষ পরীক্ষা নেওয়া হয় । (দর্শনীয় স্থান, ঐতিহাসিক ব্যাক্তি বা শিল্পকারখানার উপর পরীক্ষা হয়)
*বছরে একবার ৫/৭ দিনের জন্য শিক্ষা সফরে দেশের ভিতর অথবা বিদেশে যাওয়া হয় ।
*ক্যাডেটরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় কুচকাওয়াজে অংশগ্রহণ করে ।