নিয়ম ও কানুন
EIIN NO-130756 SCHOOL-CODE-5160
এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ,ফরিদপুর।
নিয়ম ও কানুন
- প্রতিমাসে একবার ক্যাডেট তার অনুমোদিত অভিভাবকদের সাথে ৪০ মিনিটের জন্য বাহিরে যেতে পারবে ।
- মাগরিবের আজানের পর কোন অভিভাবক এবং কোন ক্যাডেট আগমন বা বহির্গমগন করতে পারবে না ।
- কোন প্রকার রান্না খাবার আনা যাবে না ।
- শুধুমাত্র নিম্নোক্ত খাবার অনুমোদিত অভিভাবক ক্যাডেটের জন্য আনতে পারবে । যেমন – যে কোন ফল, হরলিকস, গুড়া দুধ, মুড়ি, চিড়া, গুড়, চিনি, টোস্ট এবং সল্টেস্ট বিস্কুট । উক্ত খাবার ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না ।
- ঘড়ি, ক্যালকুলেটর ছাড়া কোন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য আবাসিকে না সাথে রাখা যাবে না ।
- কোন প্রকার অর্থ রাখা যাবে না ।
- নির্দিষ্ট পোশাক পরে ক্যাম্পাসের বাহিরে গমন ও আগমন করতে হবে ।
- নির্দিষ্ট পোশাক ছাড়া কোন পোশাক পরা যাবে না ।
- বিনা অনুমতিতে ছুটি কাটালে ৩০০ টাকা নগদ জরিমানা প্রদান করতে হবে ।
- প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে । অন্যথায় ৩০০ টাকা জরিমানা প্রদান করতে হবে ।
যোগাযোগ ব্যাবস্থার নিয়ম
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত নিম্নোক্ত নম্বরে অনুমোদিত অভিভাবক তার সন্তানের সাথে কথা বলতে পারবে ।
• ০১৮৭১০-২৬০১৫ • ০১৬২৯-০৫২০১৬ • ০১৮৮০-১৪১২৬ • ০১৬২৯-০৫২০১৬ • ০২৪৭৮৮০৩৭২০
টাকা পাঠানোর বিভিন্ন নিয়ম
• বিকাশ – ০১৭১১-০০৯২৯৯ , ০১৯৭১-০০৯২৯৯
• রকেট – ০১৭১০-০৯২৯৯১
• ডাচ বাংলা এজেন্ট ব্যাংক – ৭০১৭০১০১৯৮০৯২
• ডাচ বাংলা ব্যাংক (এস এ মান্নান স্কুল ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ) – ১৮৯১২০২৬২
• ব্রাক ব্যাংক (এস এ মান্নান স্কুল ক্যাডেট স্কুল) – ১৭০১২০১১৯৯৬৮১০০১