1. samannanschool@gmail.com : samannan : Shek Shaiful Islam
  2. admin@samcsc.edu.bd : S A Mannan : S A Mannan

কার্যক্রম

             EIIN NO-130756                                                                                                            SCHOOL-CODE-5160

এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ,ফরিদপুর।


     ক্যাডেটদের কার্যাবলীকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে –

১/ দৈনন্দিন   ২/সাপ্তাহিক   ৩/মাসিক   ৪/বাৎসরিক


 

 দৈনন্দিন কার্যাবলী
* ভোর ৫ টা থেকে ৫টা ৩০ এর মধ্যে ঘুম থেকে উঠে একজন ক্যাডেটকে তার ধর্ম মতে স্রষ্টার এবাদত করতে হয় ।
* ভোর ৫টা ৩০ থেকে ৬টা ৩০ পর্যন্ত একজন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মাধ্যমে শরীর চর্চা করানো হয় এবং হালকা নাস্তা দেওয়া হয়।
* সকাল ৬টা ৩০ থেকে ৮ টা পর্যন্ত শিক্ষকের মাধ্যমে সকালে পড়ানো হয় ।
* সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত গোসল ও ইউনিফর্ম পরিধান করে সকালের খাবার গ্রহন এবং এ্যাসিম্বলের মাধ্যমে স্কুল কার্যক্রম শুরু ।
*  সকাল ৯ টা থেকে ১১টা ৪০ ১ম অর্ধের ক্লাস শেষে ২০ মিনিট টিফিন (স্কুল থেকে টিফিন সরবরাহ করা হয়)।দুপুর ২ টায় ছুটি ।
* দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত গোসল,যোহরের নামাজ,আরবী পড়া এবং দুপুরের খাবার ও বিশ্রাম ।
* দুপুর ৩ টা থেকে বিকাল ৪ টা ৩০ পর্যন্ত গ্রুপ শিক্ষকের মাধ্যমে বৈকালীন পাঠ গ্রহন ।
* ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আসরের নামাজ আদায়,বৈকালীন খেলাধুলা এবং বৈকালীন নাস্তা।*মাগরীবের নামাজ শেষে সান্ধ্যাকালীন এ্যাসেম্বেল এবং অধ্যক্ষের ভাষন ।
* সন্ধ্যা ৬ টা ২০ থেকে রাত ৯ টা পর্যন্ত গ্রুপ শিক্ষকের মাধ্যমে রাত্রিকালীন পাঠ গ্রহণ ।
* রাত ৯ টা থেকে ১০ টা ৩০ পর্যন্ত এশার নামাজ, রাতের খাবার, টিভি দেখা,খেলাধুলা,পত্রিকা পড়া,ব্যাক্তিগত কাজ ও হোম ওয়ার্ক ।
* রাত ১০টা ৩০ মিনিটে লাইট বন্ধ এবং ঘুম ।

অর্থাৎ প্রতিদিন একজন ক্যাডেটকে ৭ বার খাবার প্রদান ও প্রতিদিন ১০ ঘন্টা শিক্ষকের উপস্থিতিতে পাঠ প্রদান এবং ২.৩০ ঘন্টা খেলাধুলা ও বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম দেওয়া হয়। বছরে আবাসিক ছাত্রদের ৫০ দিনের ছুটি দেওয়া হয় বাকি ৩১৫ দিন আবাসিক থাকতে হয়। এভাবেই একজন ক্যাডেটকে তার সময় ও কাজ সম্পর্কে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।


 

সাপ্তাহিক কার্যাবলী
*প্রতি শুক্রবার ক্যাডেটদের দুই থেকে আড়াই ঘন্টা কমিউনিটি ওয়ার্ক করতে হয় ।
*গান,কবিতা আবৃত্তি,ছবি আঁকা,অভিনয়, বক্তৃতা,মার্শাল আর্ট,সাপ্তাহিক পরীক্ষা,সাঁতার,লাইব্রেরী ওয়ার্ক, বাংলা ও ইংরেজি বিতর্ক শেখানো হয় ।
*সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রজেক্টের মাধ্যমে খ্যাত সম্পন্ন চলচিত্র ও জ্ঞান বিজ্ঞানের ছবি প্রদর্শন করা হয় ।

 


 

মাসিক কার্যাবলী
*প্রতি মাসে একবার ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষা,চুল কাটা,মাসিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন, ছাত্র শিক্ষক সমাবেশ করা হয়।
*ক্যাডেটরা বিভিন্ন সরকার /বেসরকারি অনুষ্ঠানে অংশ গ্রহনসহ সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে।

 


 

বাৎসরিক কার্যাবলী
*বছরে চারটি লিখিত পরীক্ষা এবং দুটি প্রত্যক্ষ পরীক্ষা নেওয়া হয় । (দর্শনীয় স্থান,ঐতিহাসিক ব্যাক্তি বা শিল্পকারখানার উপর পরীক্ষা হয়)
*বছরে একবার ৫/৭ দিনের জন্য শিক্ষা সফরে দেশের ভিতর অথবা বিদেশে যাওয়া হয় ।
*ক্যাডেটরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় কুচকাওয়াজে অংশগ্রহণ করে ।

 


 

স্বল্প ব্যয়ে একটি আধুনিক এবং উন্নত মানসম্পন্ন শিক্ষা কেন্দ্র এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ SAMCSC. যেখানে আবাসিকো থাকা, খাওয়া, স্কুলের বেতন, প্রাইভেট ও কোচিং মেডিকেল চেক আপ, চুল কাটা ও কাপড় ধোয়া, আরবী পড়া, কম্পিউটার প্রশিক্ষণ, মার্শাল আর্ট, গান, অভিনয়, খেলাধুলা, পত্রিকা পড়া এবং শিক্ষা সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণসহ প্রতি ক্লাসে রয়েছে মাত্র ২৫টি আসন এবং ব্যক্তিগত শিক্ষার জন্য প্রতি ১০ জনের জন্য রয়েছে ১ জন শিক্ষক। আর দেরি নয় আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ এর জন্য আজই চলে আসুন এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজে।
 
 

 




 

South Kalibari, College Road, Jhiltuli, Faridpur Mobile:+8801711009299, +8801971009299, +8802478803720 E-mail: samannanschool@gmail.com EIIN NO: 130756 | SCHOOL CODE: 5160
প্রযুক্তি সহায়তায়: samcsc.edu.bd