1. shek769@gmail.com : Admin : shek shaiful islam
  2. admin@samcsc.edu.bd : S A Mannan : S A Mannan

ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি বিজ্ঞপ্তি: ২০২৬ শিক্ষাবর্ষ

আপনার সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুশৃঙ্খল জীবন গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে আবাসিক ও অনাবাসিক (ডে-কেয়ার) শাখায় সীমিত আসনে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ করছে।

আমাদের লক্ষ্য, শ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলী এবং ক্যাডেট পদ্ধতির সুশৃঙ্খল পরিবেশে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক শিক্ষাদান পদ্ধতি, ডিজিটাল ক্লাসরুম, সুসজ্জিত বিজ্ঞানাগার ও সমৃদ্ধ গ্রন্থাগারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞানার্জনে সহায়তা করি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

আমাদের বিদ্যালয়ে রয়েছে বালক ও বালিকা উভয়ের জন্য আলাদা আবাসিক হল। নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে অভিজ্ঞ হোস্টেল সুপারের তত্ত্বাবধানে তারা বেড়ে ওঠে। যারা অনাবাসিক সুবিধা নিতে চান, তাদের জন্য রয়েছে ডে-কেয়ারের বিশেষ ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে।

প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে।

South Kalibari, College Road, Jhiltuli, Faridpur Mobile:+8801711009299, +8801971009299, +8802478803720 E-mail: samannanschool@gmail.com EIIN NO: 130756 | SCHOOL CODE: 5160
প্রযুক্তি সহায়তায়: BDiT