1. samannanschool@gmail.com : samannan : Shek Shaiful Islam
  2. admin@samcsc.edu.bd : S A Mannan : S A Mannan

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের বাণী

প্রকৃত বিদ্যা অর্জন একজন ক্যাডেট তার মেধা বিকাশের লক্ষ্যে, খুঁজে পেতে পারে আগামীর চিন্তা, চেতনা, কর্মোদ্দীপনা এবং জীবনধারার সংক্ষিপ্ত পরিচয়।
ভবিষ্যৎ তাদেরই সহায় হয় যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমরা পথপ্রদর্শক হিসেবে কাজ করছি। প্রতিটি সন্তান বাবা-মায়ের স্বপ্ন। বর্তমান সময়ে যে সামাজিক অবক্ষয় তথা মাদক, অসৎসঙ্গ পড়াশোনার প্রতি অনীহা, মোবাইল আসক্তির জন্য আপনার সন্তানদের ভবিষ্যৎ হচ্ছে পথভ্রষ্ট। আপনার সন্তানকে প্রকৃত শিক্ষা ও একটি সুন্দর জীবন গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ।
এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্র/ছাত্রীরা পাবে তাদের জীবন চলার সঠিক দিক নির্দেশনা এবং জাতি পাবে যোগ্য নেতৃত্ব ও গৌরব উজ্জ্বল সাফল্য।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের রহমতে আপনাদের সকল প্রকার সহযোগিতা কামনা করি।

আলহাজ্ব শেখ সাইফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
এস এ মান্নান স্কুল এন্ড কলেজ,ফরিদপুর।

South Kalibari, College Road, Jhiltuli, Faridpur Mobile:+8801711009299, +8801971009299, +8802478803720 E-mail: samannanschool@gmail.com EIIN NO: 130756 | SCHOOL CODE: 5160
প্রযুক্তি সহায়তায়: samcsc.edu.bd